চুকনগরে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের নিহত ২, আহত ১
আব্দুর রশিদ বাচ্চু:
খুলনা চুকনগর বাস কাউন্টটার থেকে ছেড়ে আসা যশোরগামী খাদিজা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-১৩০০) দ্রুতগতি নিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের আপন ২ ভাই নিহত হয়েছে। এবং গুরুতর আহত হয়েছেন গর্বধারণী মা নাছিমা বপগম (৩৫)। এ ঘটনায় ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে গেছে বলে জানা গেছে।
ছবি
শনিবার (১২ ডিসেম্বর ২০২০) বিকাল ৪টার দিকে চুকনগর হিরামন সিনেমা হলের সন্নিকটে তরিকুলে মটসাইকেল গ্যারেসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ঘাতক বাসটি আটক করেছে চুকনগর হাইওয়ে থানা পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টার দিকে চুকনগর থেকে ছেড়ে যাওয়া খাদিজা পরিবহন নামে একটি দ্রুতগতি সম্পন্ন যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৩০০) চুকনগর যশোর সড়কের হীরামণ সিনেমা হলের সামনে আসলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ব্যাটারী চালিত একটি ইঞ্জিনভ্যানকে স্বজোরে ধাক্কা দিলে
ঘটনাস্থলেই ডুমুরিয়া উপজেলা রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের পুত্র ও
ভ্যান চালকের আপন ছোট ভাই রাকিবুল ইসলাম শেখ (৭) নিহত হয়। এ ঘটনায় রোস্তমপুর আমজাদ হোসেনের ২ ছেলের মর্মান্তিক মৃত্যুতে তার বাড়ি ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
গুরুত্বর আহত অবস্থায় ভ্যান চালক সাব্বির আহম্মেদ শেখকে (১৪) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পতিমধ্যে তিনি মারা যান এবং মাতা নাছিমা বেগম (৩৫) গুরুত্বর আহত হয়।
এ ঘটনায় ঘাতক বাসটি চুকনগর হাইওয়ে থানার পুলিশ আটক করেছে বলে জানান থানার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতদের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
Please follow and like us: