মোংলায় হবে বায়ু বিদ্যুৎকেন্দ্র: ব্যয় হবে দুই হাজার কোটি টাকা
ডেস্ক নিউজ:
বেসরকারি খাতে বাগেরহাটের মোংলায় ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ২ হাজার ৩৫ কোটি ১২ লাখ টাকা।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজটি পেয়েছে যৌথভাবে চায়নার একটি প্রতিষ্ঠান ও বাংলাদেশের একটি প্রতিষ্ঠান এবং হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠান। সুপারিশকৃত দরদাতারা হচ্ছে চায়নার কনসোর্টিয়াম অব ইনভেশন এনার্জি এবং বাংলাদেশের এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনভিশন অফ রিনিউয়েবল এনার্জি লিমিটেড। দুই হাজার ৩৫ কোটি ১২ লাখ টাকায় এ বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।
অতিরিক্ত সচিব জানান, ২০ বছরের চুক্তিতে ১০ টাকা ৫৬ পয়সা কিলোওয়াট পার আওয়ার মূল্যে এ বিদ্যুৎ সরবরাহ করা হবে।