সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিব

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুকে পুনরায় কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী। সাতক্ষীরা পৌরসভার সাবেক ৩ বারের নির্বাচিত কমিশনার শেখ আব্দুর রাজ্জাকের পুত্র জাহাঙ্গীর হোসেন কালু পিতার আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। যুবক বয়স থেকেই তিনি জনসেবায় নিয়োজিত রয়েছেন। এমনকি, সাতক্ষীরা পৌরসভা থেকে প্রাপ্ত নিজ ভাতার টাকাও তিনি অত্র এলাকার দরিদ্র অসুস্থ মানুষের ঔষধ ক্রয়ে খরচ করে থাকেন।

দীর্ঘ ২২ বছর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং টানা ৬ বছর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে বর্তমানে দলীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন জাহাঙ্গীর হোসেন কালু। সুমিষ্টভাষী এই কাউন্সিলরকে আগামী পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পেতে চায় সব শ্রেণি পেশার মানুষ। জাহাঙ্গীর হোসেন কালু সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর হিসেবে প্রথমবার নির্বাচনে জামায়াতের প্রার্থী মোঃ আহম্মাদ আলীর কাছে ১৭৩ ভোটের ব্যবধানে পরাজিত হলেও তিনি তার পিতা শেখ আব্দুর রাজ্জাকের আদর্শকে ধারণ করে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে মন জয় করে নিয়েছিলেন। তাই, পরবর্তী নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করেন পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের রইচপুর, খড়িবিলা, বাগবাটি গ্রাম, ইটাগাছা পূর্বপাড়া, ইটাগাছা পশ্চিমপাড়া, ঘোষপাড়া, বিলপাড়া, কলোনীপাড়াসহ দীর্ঘদিনের অবহেলিত এলাকায় রাস্তাঘাট নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণসহ উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু। অবেহেলিত অনেক গ্রামে নিজ অর্থায়নে বিদ্যুতের লাইন, টিউবওয়েল স্থাপন, প্রতিবন্ধীদের মাঝে হইল চেয়ার ও উন্নতমানের সেন্সরযুক্ত সাদাছড়ি বিতরণ এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা প্রদান, দরিদ্র পরিবারের মৃত ব্যক্তিদের কাপনের কাপড় ও কবরস্থানে দাফনের সহায়তাসহ প্রতিদ্বন্দ্বীদের পরিবারে চিকিৎসা সহায়তা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এছাড়া ধারাবাহিকভাবে প্রতিবছর শীতের সময় অসহায় ১২শ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ, ঈদের সময় দুস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ এবং ডেঙ্গু মশার উপদ্রব কমাতে এলাকায় মশা নিধন স্প্রেসহ বর্তমানে করোনা প্রতিরোধে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক উঠান বৈঠক, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, ‘আমি কাউন্সিলর থাকা অবস্থায় এই ওয়ার্ডে যে উন্নয়ন করেছি তার প্রতিদান হিসেবে জনগণ এখন আমার পক্ষে। এই এলাকায় রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ, টিউবওয়েল স্থাপন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা ও প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা বৃদ্ধি করেছি। বর্তমানে উন্নয়নমূলক অনেক কাজ চলমান রয়েছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যকে এগিয়ে নিয়ে আগামী দিনে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিতে চাই।’

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)