আলোচনা সভা র্যালিসহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে সাতক্ষীরায় ৭ই ডিসেম্বার মুক্ত দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও র্যালি সহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে ৭ই ডিসেম্বার সাতক্ষীরা হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে ।
আজ সোমবার দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তি যোদ্ধা চত্বরে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসুচি শুরু করা হয় ।
আলোচনা সভায় , জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিম সুপার মোঃ মোস্তাফিজুর রহমান,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মোশারফ হোসেন মশুসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
Please follow and like us: