ডুমুরিয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বিশৃঙ্খলাঃ লিখিত অভিযোগ দায়ের
আব্দুর রশিদ বাচ্চুঃ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান।
এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, সরদার আবু সাঈদ, শোভা রানী হালদার, গোপাল চন্দ্র দে, কাজী আলমগীর হোসেন, আবু বক্কার খান, সরদার আব্দুল গণি, মোল্যা সোহেল রানা, কেএম হজরত আলী, সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম, হিমাংশু বিশ্বাস, সুরঞ্জিত কুমার বৈদ্য, আসফর হোসেন জোয়ার্দ্দার, অধ্যাপক খান আমিনুর রহমান, শীলা রানী মন্ডল, অরিন্দম মল্লিক, আব্দুস ছালাম মাঝি, জামিল আক্তার লেলিন, শেখ ইকবাল হোসেন, কাজী মেহেদী হাসান রাজা, আছাদুজ্জামান মিন্টু, কামরুল ইসলাম, সুমন সরদার, এরশাদ মোল্ল্যা, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এদিকে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে উপজেলার চুকনগর, সাহস, শাহপুর, মাগুরখালিসহ অন্যান্য স্হানে মিছিল ও সমাবেশ হয়। এদিকে সামনের সারিতে যাওয়াকে কেন্দ্র করে শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য ও উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সরদার আব্দুল গনির মধ্যে ধাক্কা-ধাক্কি হয়। এসময়ে শোভনা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান টিপু উত্তেজিত হয়ে গনিকে উদ্দেশ্য করে লাথি মারে। এ ঘটনায় সরদার আব্দুল গনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Please follow and like us: