আশাশুনিতে পৃথক দু’টি মোবাইল কোর্টে ৬ জনকে জরিমানা
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনিতে পৃথক পৃথক মোবাইল কোর্টে স্বাস্থ্য বিধি অমান্য করার অপরাধে ৬ জনকে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সেকেন্ড ওয়েভ মোকাবেলায়
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক বিহীন ঘুরাফেরা করা, দোকানে মাস্ক বিহীন পণ্য বিক্রয় করা এবং স্বাস্থ্য বিধি অমান্য করায় ০৩ টি মামলায় ২০০০
টাকা জরিমানা আদায় করেন।
এসময় “আমার মাস্ক, আমার সুরক্ষা” কর্মসূচির আওতায় মাস্ক বিহীন মানুষের মাঝে
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
অপরদিকে “আমার মাস্ক আমার সুরক্ষা”শ্লোগানকে সামনে রেখে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ৩ মামলায় ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।