কলারোয়ায়ার লাঙ্গলঝাড়ায় খাস জমি চিহ্নিতকরণ ও প্রকৃত ভূমিহীন পরিবার যাচাই-বাছাইসহ শীতবস্ত্র বিতরণ
কামরুল হাসান।।
কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে খাস জমি চিহ্নিতকরন করে প্রকৃত ভূমিহীন পরিবার যাচাই-বাছাই করে শীতবস্ত্র ও কোভিট -১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে৷ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা খাস জমি চিহ্নিতকরণ ও ভূমিহীন পরিবার যাচাই-বাছাই করে মসজিদের খতিব ইমাম ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র ও করোনা সুরক্ষাসহ উপহার সামগ্রী বিতরণ করেন৷ প্রধান অতিথি বলেন, দেশের কোনো নাগরিক যাতে মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় তাদের বসবাসযোগ্য বাসস্থান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ হাতে নিয়েছেন যা ইতিমধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে সকল জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু হয়েছে৷
যে সকল পরিবারের জমি আছে ঘর নাই ঘর আছে জমি নয় তাদের বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে সকল খাসজমি চিহ্নিতকরণ করে অসহায় ভূমিহীন পরিবারের জন্য পর্যায়ক্রমে বাসস্থান নির্মাণ করা হবে৷ সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, জমি আছে ঘর নাই এমন ৯১ টি পরিবার তালিকা করতে পেরেছি এবং যাদের জমি আছে ঘর নাই ২০১টি পরিবারের তালিকা করা হয়েছে এবং আর যারা বাকি রয়েছে তাদের শনাক্তকরণের জন্য ইউপি সদস্য মহিলা ইউপি সদস্য ও আনসার ভিডিপি কাজ করছে৷ অনুষ্ঠান শেষে ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রথমিক শিক্ষা অফিসার আশিকুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা আজগর আলী, ৯টি ওয়ার্ডে অবস্থিত মসজিদের খতিব, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, শিক্ষক, ইউপি সচিব আবদুল হামিদ, ইউডিসি আমিরুল ইসলামসহ এলাকাবাসী৷
Please follow and like us: