দেবহাটা মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা
মোমিনুর রহমানঃ
আগামী ৬ ডিসেম্বর দেবহাটা মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঐতিহাসিক ৬ ডিসেম্বর দেবহাটা মুক্ত দিবস পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় অনলাইনে জুম ক্লাউড অ্যাপসের মাধ্যমে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, মুক্তিযোদ্ধা সাংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সিনিয়র সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, আবু তালেব মোল্যা, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, প্রাথমিক শিক্ষা অফিসার শাহজান আলী, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সাতক্ষীরা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী শামীমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা প্রস্তুতি সভায় অংশগ্রহন করেন।
সভায় মহামারী করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য বছরের তুলনায় স্বল্প পরিষরে এসকল দিবস পালনের জন্য নানা কর্মসূচী ও গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।