আশাশুনিতে কোভিট’১৯ ক্ষতি নিরসনে মৎস্য খামারী তালিকা চুড়ান্ত করণ
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনিতে মহামারী কোভিট’১৯ এর প্রভাব নিরসনে, প্রকল্পভুক্ত উপকুলীয় এলাকার মৎস্য খামারীদের ক্ষতি নিরসন কল্পে, ইউপি চেয়ারম্যানবৃন্দ কর্তৃক সরবরাহকৃত তালিকা চুড়ান্ত করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টেও আওতায় খামারী নির্বাচনের জন্য সকল ইউপি চেয়ারম্যান তালিকা সরবরাহ করেন। ১১ ইউনিয়ন হতে প্রাপ্ত তালিকায় মোট চাষীর
সংখ্যা ছিল ৫ হাজার ২৮৫ জন। প্রাথমিক বাছাই শেষে ছিল ৪ হাজার ৭২২ জন। এই তালিকা থেকে প্রয়োজনীয় মৎস্য চাষী নির্বাচনের জন্য ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউএনও মীর আলিফ রেজা।
সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, আরডিও বিশ্বজিৎ ঘোষ, পিআইও সোহাগ খান, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় লটারির মাধ্যমে ৪ হাজার ১৮৪ জন চুড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। এদেরকে মৎস্য খাদ্য ও পোনা সংগ্রহরের জন্য নগদ সহায়তা প্রদান করা হবে।