তালায় দুই সরকারি প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত
নিজস্ব প্রতিনিধিঃ
তালায় উপজেলা পরিষদের সীমানার অভ্যন্তরে একটি বাড়ি একটি খামার (পল্লী সঞ্চায় ব্যাংক) এবং আনসার ভিডিপি অফিসে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে চুুুরির এই ঘটনা ঘটে।পল্লী সঞ্চায় ব্যাংকের উপজেলা শাখা ব্যাবস্থাপক ও আনসার ভিডিপি কমান্ডার জানান, চোরেরা পল্লী সঞ্চায় ব্যাংক এর বাথরুমের ভেন্টেলেটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অফিসের
তালায় উপজেলা পরিষদের সীমানার অভ্যন্তরে একটি বাড়ি একটি খামার (পল্লী সঞ্চায় ব্যাংক) এবং আনসার ভিডিপি অফিসে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে চুুুরির এই ঘটনা ঘটে।পল্লী সঞ্চায় ব্যাংকের উপজেলা শাখা ব্যাবস্থাপক ও আনসার ভিডিপি কমান্ডার জানান, চোরেরা পল্লী সঞ্চায় ব্যাংক এর বাথরুমের ভেন্টেলেটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অফিসের
কাগজপত্র তছনছ করেছে। তবে তারা কোন প্রকারের ইলেট্রনিক্স সামগ্রীর ক্ষয়ক্ষতি করেনি। তিনিআরও জানান, অপর দিকে পাশ্ববর্ত্তী আনসার ভিডিপি অফিসে কাগজ পত্র তছনছসহ নগদ প্রায় ৩০ হাজার টাকা চুরি হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন জানান, উপজেলায় ২টি প্রতিষ্ঠানে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি। আজ রবিবার (২৯নভেম্বর) চুরির ঘটনায় তালা থানায় ২ টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে
Please follow and like us: