কলারোয়ার চন্দনপুরে মুজিব শতবর্ষ ফুটবলে কায়বা ফুটবল একাদশের শিরোপা জয়
কামরুল হাসান।।
কলারোয়ার চন্দনপুরে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টে কায়বা নাসির উদ্দিন ফুটবল একাদশ শিরোপা জয় করেছে। রোববার বিকেলে চন্দনপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত খেলায় কায়বা নাসির উদ্দিন ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে যশোরের শার্শার মহিষা ফুটবল একাদশকে পরাজিত করে এ শিরোপা অর্জন করে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়।
ফলে টাইব্রেকারে গড়ায় ফাইনাল খেলাটি। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দীন। কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, শার্শার কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী অথৈ ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মশিউর রহমান, কলারোয়া থানার ওসি(তদন্ত) হারান চন্দ্র পাল, শার্শা থানার ওসি(তদন্ত) তরিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মুজিবুর রহমান, আব্দুল মাজেদ, হযরত আলী, ব্যবসায়ী কাজল রাহান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ। খেলাটি পরিচালনা করেন রেফারি মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন ও নাছিরউদ্দিন।
চন্দনপুর আর.এন প্রগতি ক্রীড়া সংঘের আয়োজনে তরুণ সমাজসেবক ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ডালিম হোসেনের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টটি এই ফাইনাল খেলার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো।
ছবি আছে: