২৪ ঘণ্টায় করোনায় এতো মৃত্যু ছয় মাসে দেখেনি যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক :
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩০০ এর অধিক মানুষের মৃত্যু দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ মৃত্যুর সংখ্যা গত ছয় মাসের সর্বোচ্চ।
করোনাভাইরাসের পরিসংখ্যান নিয়ে গবেষণাকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩০৮ জন।
এখনো করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সবার উপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ভাইরাসে মোট মারা গেছেন ২ লাখ ৬৮ হাজার ২১৯ জন।
মৃত্যুর সংখ্যা ছাড়াও আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র সবার থেকে উপরে। দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জন।
আক্রান্তের সংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পর রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা।