সাতক্ষীরা সদর উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির সভা
নিজস্ব প্রতিনিধি :
ডিআরআরএ পিআইএইচআরএস ফেজ-২ প্রকল্পের আওতায় সদর উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রাণালয় ও সিবিএম এর সহায়তায় ডিআরআরএ সংস্থা সভাটির আয়োজন করে।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মেহবুবা রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ডিআরআরএ এর জেলা ম্যানেজার মো. আবুল হোসেন, সদর উপজেলা কমিউনিটি মবিলাইজার মো. নুরুল হুদা, কমিউনিটি ভলেন্টিয়ার মো. আবুল কাশেম, ডিপিও সদস্য আমিনুর রহমান, ফিরোজা খাতুন, আবিরা খাতুন, মমতাজ খাতুন প্রমুখ।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের হাসপাতালে রেফার করা, সরকারি বিভিন্ন সেবা সহজে ও বিনামূল্যে পেতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। একইসাথে প্রতিবন্ধীরা যাতে করে সমাজের মূল ধারায় ফিরে আসতে পারে তার জন্য সরকারী বিভিন্ন অফিসের সাথে লিংকেজ বিষয়ে ও আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ডিআরআরএ’র কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ডিআরআরএ পরিচালিত প্রতিবন্ধী সনাক্তকরণ ক্যাম্প চলমান রাখা এবং স্কুলের শিক্ষার্থীদের ও ক্যাম্পের আওতায় নিয়ে আসার আহবান জানান।
সভার শুরুতে ডিআরআরএ’র বিগত ছয় মাসের অর্জন নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা ম্যানেজার মো. আবুল হোসেন।