ডুমুরিয়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের কারখানা জব্দ : এক লাখ টাকা জরিমানা
আব্দুর রশিদ বাচ্চুঃ
ডুমুরিয়ায় রাইচ মিলের আড়ালে অবৈধ পলিথিন উৎপাদন মিল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২২ নভেম্বর ২০২০) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবসহ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের কিংবা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই চলছিলো কারখানাটি।মিলের বাইরে সাইনবোর্ড রহিমা রাইচ মিল। ভিতরে বসানো হয়েছে অবৈধ পলিথিন উৎপাদনের কারখানা।
অতঃপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার ম্যানেজার ডুমুরিয়া উপজেলার বিল পাটিলা গ্রামের অধিবাসী জনাব মোঃ শিশির হোসেন মুন্না(২৩) কে স্বীকারোক্তির ভিত্তিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন’১৯৯৫ এর ৬(ক) ধারায় দোষী সাব্যস্ত করে একই আইনের ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
পাশাপাশি ঘটনা স্হল থেকে প্রায় ১০০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
র্যাব-৬ এর এএসপি জনাব পহন চাকমার নেতৃত্বে র্যাবের সদস্যগণ আদালত পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
Please follow and like us: