অসহায় বৃদ্ধ মায়ের পাকা ঘর নিমার্ণ কাজের উদ্বোধন করলেন সৈয়দ আমিনুর রহমান বাবু
আব্দুর রহমান:
ইট সাজিয়ে তৈরি একটি কুড়ে ঘরে বসবাস করেন করিমন। যে কোন সময় ভেঙ্গে গিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারতো।
বিষয়টি কয়েকদিন আগে নজরে আসে সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবুর।
এসময় তিনি অসহায় বৃদ্ধ মায়ের স্বপ্ন ‘একটি পাকা ঘর’ নিমার্ণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেটি হুবহু তুলে ধরা হলো, ‘চলার পথে এক অসহায় মায়ের জরাজীর্ণ ঘর দেখে গাড়ি থামিয়ে তার সাথে সুখ, দুঃখের অনেক গল্প হয়, গল্পের ভিতরে জানতে পারলাম তার শেষ
জীবনে একটি পাকা ঘরে থাকার খুব ইচ্ছে এবং তার ঘরের অবস্থাও খুবই খারাপ যে কোনো মূহুর্তে ঘরটি ভেঙে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে, তাই তার একটি পাকা ঘর উপহার দিতে চেয়েছি এবং উনার সপ্ন পূরণ করতে পাকা ঘরের” কাজ শুরু করার সকল ব্যবস্থা করলাম ‘ইনশাআল্লাহ’।
এ লক্ষে আজ রোববার বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল পুর্বপাড়ায় আকিজ ট্রাস্টের সহযোগিতায় ও সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর
রহমান বাবুর তত্বাবধায়নে দূর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
নির্মাণ কাজের উদ্বোধন শেষে যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবুর ফেসবুকে পুনরায় স্ট্যাটাস দেন সেটিও পাঠকের জন্য তুলে ধরা হলো,
‘আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়াতে গত বুধবারে এক অসহায় মা’কে কথা দিয়েছিলাম উনার সপ্ন পূরণের লক্ষে একটি পাকা ঘর নির্মাণ করে দিবো ‘ইনশাআল্লাহ” তাই উনাকে দেওয়া কথা রাখতে আজ সকালে অসহায় মা’কে সাথে নিয়ে উনার সপ্নের ঘর নির্মাণের কাজ উদ্বোধন করলাম। আশাকরি
আগামী ২০ দিনের ভিতরে উনি নতুন ঘরে বসবাস শুরু করতে পারবেন।’
এসময় আরো উপস্থিত ছিলেন শেখ এনামুজ্জামান নিপ্পন, এসএম আশরাফুল ইসলাম, আব্দুর
রহমান প্রমুখ।