কলারোয়ায় সিটিজি ক্রাইম টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কামরুল হাসানঃ
কলারোয়া প্রেসক্লাবে বহুল প্রচারিত আইপি সিটিজি ক্রাইম টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে সিটিজি ক্রাইম টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সিটিজি ক্রাইম টিভির সাংবাদিক নাজমুল হাসানের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, কার্যনির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম, সেলিম খাঁন, তরিকুল ইসলাম, রাজু রায়হান প্রমুখ
এসময় বক্তারা সিটিজি ক্রাইম টিভির আগামীদিনের সাফল্য কামনা করে চেয়ারম্যান আজগর আলী মানিককে অভিনন্দন জানান। অনুষ্ঠানে আলোচনা শেষে কেক কেটে সিটিজি ক্রাইম টিভির সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।