সাতক্ষীরায় ৯৫ হাজার ৯২০ পিস ভারতীয় পাতার বিড়িসহ দুই চোরাকারবারী আটক
আসাদুজ্জামান:
ভারত থেকে অবৈধভাবে ৯৫ হাজার ৯২০ পিস পাতার বিড়ি আনার সময় সাতক্ষীরা শহরের কামালনগর বৌবাজার এলাকা থেকে দুই চোরাকারবারীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।
ছবি:ভারতীয় পাতার বিড়ি
আটক দুই চোরাকারবারী হলেন, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে মোফাখখের হোসেন (৩২) ও একই এলাকার মৃত আব্দুর রকিব দালালের ছেলে উজ্জল হোসেন (২৩)।
র্যাব জানায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সাতক্ষীরা পৌরসভাধীন কামালনগর বৌ-বাজার এলাকায় কতিপয় ব্যক্তি ভারত থেকে চোরাই পথে ভারতীয় পাতার বিড়ি আনিয়া ক্রয়-বিক্রয় করিবার উদ্দেশ্যে অবস্থান করিতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদের নেতৃত্বে র্যাবের একটি টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত দুই চোরাকারবারীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি বস্তায় ৯৫ হাজার ৯২০ পিস পাতার বিড়ি, তিনটি মোবাই ও ৪ টি সিম কার্ড জব্দ করা হয়।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ আটক দুই ব্যক্তিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।