সাতক্ষীরায় স্মার্ট ক্যাটারিং সার্ভিস’র আত্মপ্রকাশ
শহর প্রতিনিধি:
সাতক্ষীরায় ছাত্রদের পরিচালনায় স্মার্ট ক্যাটারিং সার্ভিস এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের উত্তর পলাশপোলস্থ স্মার্ট ক্যাটারিং সার্ভিস’র অস্থায়ী কার্যলয়ে ফিতা ও কেক কাটার মধ্যদিয়ে উদ্বোধন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট ক্যাটারিং সার্ভিস এর উপদেষ্টা মো.শামিম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রিয়াজউদ্দীন রাজু,বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন-সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক, বিজয় টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, সাতক্ষীরা ফিটনেস জীম এর পরিচালক মো.ওয়েদুজ্জামান আকাশ।
এ সময় উপস্থিত ছিলেন আর্কিটেক ইঞ্জিনিয়ার জাকির লিটন, দেলোয়ার হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্মার্ট ক্যাটারিং সার্ভিসের সদস্যবৃন্দ। এসময় বক্তারা বলেন, ছাত্ররা আজ পরিবেশ পরিস্থিতির কারণে বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ছে,তাই পড়ালেখার পাশাপাশি ছাত্ররা যদি এ ধরনের সংগঠনের সাথে জড়িত থাকে তাহলে খারাপ পথে যাওয়ার সুযোগ পাবেনা। ছাত্ররা সমাজে উন্নয়ন মূলক কর্মকান্ডে ভূমিকা রাখতে পারবে। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুল ফালাহ্ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল কুদ্দুস। সমগ্র অনুষ্ঠানটি স ালনা করেন স্মার্ট ক্যাটারিং সার্ভিস এর পরিচালক মো.হাবিবুল্লাহ।