কলারোয়ার চন্দনপুরে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট’র প্রথম পর্বের শেষ খেলায় কায়বা ফুটবল একাদশ সেমিতে
কামরুল হাসানঃ
“খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এ লক্ষ্যে কলারোয়া উপজেলার চন্দনপুরে মুজিব শতবর্ষ ২০২০ এর আট দলীয় ফুটবল টুর্নামেন্টর প্রথম পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে৷ খেলায় কায়বা নাসির উদ্দীন ফুটবল একাদশ সাতক্ষীরা সদর ঘোনা ফুটবল একাদশকে ৩-০গোলে হারিয়ে সেমি ফাইনালে উন্নীত হয়েছে।
শুক্রবার (২০ই নভেম্বর) বিকালে উপজেলার চন্দনপুর ফুটবল ময়দানে চন্দনপুর আর.এন প্রগতি ক্রীড়া সংঘের আয়োজনে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ডালিম হোসেনের সার্বিক সহযোগিতায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশের কর্মকর্তা এসআই ইস্রাফিল হোসেন৷
জিয়াউর রহমানের ধারাভাষ্যে খেলায় প্রথম পর্বের শেষ ফুটবল টুর্নামেন্টে যশোর শার্শা উপজেলার কায়বা নাসির উদ্দিন ফুটবল একাদশ ও অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ গ্রহণ করে সাতক্ষীরা সদর ঘোনা ফুটবল একাদশ৷ খেলার প্রথমে ১০ মিনিটের দিকে নাসির উদ্দিন ফুটবল একাদশ এর ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ হোসেন প্রথম গোল করে পরে ৩ – ০ গোলে ঘোনা ফুটবল একাদশকে হারিয়ে কায়বা নাসির উদ্দিন ফুটবল একাদশ জয়লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলার সময় মাঠে আরো উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলি, এএসআই রফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, ফারুক হোসেন, ফারুক রাজ প্রমুখ৷
খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, মোশাররফ হোসেন ও রুহুল আমিন।
Please follow and like us: