সাতক্ষীরা রেঞ্জের গহিনে চোরা মেঘনা নদীতে কাঁকড়া অবমুক্ত
নিউজ ডেস্ক:
বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে চোরা মেঘনা নদীতে কাঁকড়া অবমুক্ত করেছেন।
গত বুধবার দুপুর ১২ টার দিকে সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের দলপতি (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে কাঁকড়া অবমুক্ত করা হয়।
সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান এবিষয়ে বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় চোরা মেঘনা নদীতে জেলেরা অবৈধভাবে কাঁকড়া আহরন করার সময় অভিযান চালিয়ে ১ টি নৌকা ও বড়শিসহ ৪০ কেজি কাঁকড়া জব্দ করা হয়।
এ সময় আহরিত কাঁকড়া চোরা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। তবে, কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি তিনি জানান।
Please follow and like us: