সাকিবকে হত্যার হুমকি: গ্রেফতার হলেন মহসিন
নিউজ ডেস্ক:
ফেসবুকে লাইভে রামদা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকালে র্যাব-৯ দক্ষিণ সুনামগঞ্জ এলাকার হাওরে একটি নৌকা থেকে তাকে গ্রেফতার করে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ সিলেটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মো. শরিফুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন দক্ষিণ সুনামগঞ্জে তার স্ত্রীর বড় বোনের বাড়িতে আশ্রয় নেন। সেখানে বাড়ির পেছনের হাওরে একটি নৌকায় রাতযাপন করেন তিনি। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালে নৌকা থেকে তাকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ থেকে তাকে সিলেটে আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিকেল ৪টায় তাকে নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। মহসীন ফেসবুক লাইভে এসে যে রামদা হাতে নিয়ে সাকিবকে হত্যার হুমকি দেন, সেটি মঙ্গলবার দুপুরে তার বাড়ি থেকে উদ্ধার করে র্যাব-৯। এ অভিযানে র্যাবের এএসপি উবাইন রাখাইন নেতৃত্ব দেন।
এর আগে সোমবার মধ্যরাতে সাকিব আল হাসানের হুমকিদাতা মহসীনকে ধরতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব-পুলিশ। রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুর তালুকদারপাড়ায় অভিযুক্ত মহসীন তালুকদারের বাড়িতে যান র্যাব-৯ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা অভিযুক্ত মহসীন তালুকদারের স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদ করেন।