এমপি শেখ হেলালের মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের সহধর্মিনী ও এমপি শেখ হেলালের মা শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, শেখ রাজিয়া নাসের তাকে মায়ের মতো ভালোবাসতেন। ১৯৮১ সালে দেশে আসার পর তিনি তার পাশে দাঁড়িয়েছেন এবং সর্বদা সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন।
এর আগে গতকাল সোমবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান শেখ রাজিয়া নাসের।
শেখ রাজিয়া নাসেরের ছেলেদের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ ও মেঝ ছেলে শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। সেঝ ছেলে শেখ সোহেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। অপর দুই ছেলে হলেন- নৌপরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু। দুই মেয়ে শেখ তাহমিনা মিনা, শেখ লুনা গৃহিনী। তার নাতি শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের এমপি।