সাতক্ষীরায় বানভাষী মানুষের মাঝে ত্রান সহায়তা বিতরণ করলেন জার্মান এ্যাম্বসি
এস,কে হাসান:
সাতক্ষীরা জেলার আশাশুনির শ্রীউলায় বানভাষী মানুষের মাঝে ত্রান সহায়তা বিতরণ করলেন জার্মান এ্যাম্বসি। শনিবার সকাল ১০ টায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মোড় চত্বরে কোভিট-১৯ সময়কালে খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে ত্রান সহায়তা বিতরণ উদ্বোধন করেন, ঢাকা জার্মান এ্যাম্বাসির এ্যাম্বাসিডর এইচই হেপিটার ফারহানহল্টজ।
এসময় উপস্থিত ছিলেন, এনএসআই’র ডিডি জাকির হুসাইন, সিনিয়র এএসপি (দেবহাটা সার্কেল) আলহাজ্ব শেখ ইয়াছিন আলী, আশাশুনি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আবুহেনা সাকিল ও শেখ জাকির হোসেন, প্রোগ্রাম ম্যানেজার মুনির হোসেন, মুক্তিযোদ্ধা রুহুল আমিন সহ ইউপি সদস্য, সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এ্যাম্বাসি অফ ফেডারেল রিপাবলিক অফ জার্মান’র অর্থায়নে এবং মিনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেভলপমেন্ট’র আয়োজনে উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের ঘুর্নিঝড় আম্পানের আঘাতে প্লাবিত বানভাসি ২৫০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ২৫ কেজি চাউল, ১ কেজি ডাল, একটি সাবান ও একপাতা করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্যাকেজ বিতরণ করেন। ত্রান গ্রহনকারী একাধিক ব্যাক্তি এ প্রতিবেদককে জানান, দুপুরের পরে ২৫ কেজির স্থলে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়েছে। প্রোগ্রাম ম্যানেজার মুনির হোসেন জানান, ২৫০০ পরিবারকে ২৫ কেজি করে চাউল দেয়া হয়েছে। কিন্তু অতিরিক্ত ব্যক্তি তালিকাভূক্ত করায় বাধ্য হয়ে ২০০ প্যাকেজ ভেঙ্গে ৪০০ ব্যক্তিকে দেয়া হচ্ছে। ত্রান তৈরীতে ত্রান সহায়তা বিতরনকালে প্রধান অতিথি বলেন, আমরা ঘুর্নিঝড় আম্পানের আঘাতে প্লাবিত বানভাসি ও করোনা সময়কালে এলাকার দুঃখ বুঝতে পারছি। চেষ্টা করছি প্লাবিত বানভাসি গৃহহারা ক্ষতিগ্রস্ত এলাকাবাসির সকল প্রকার সহায়তা প্রদান করার।