সাতক্ষীরায় তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারীদের গ্রেড উন্নীত করনের দাবী
নিজস্ব প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাতক্ষীরায় তৃতীয়
শ্রেণীর সরকারী কর্মচারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরনের দাবীতে কর্মবিরতি পালিত হয়েছে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আজ সোমবার সকাল ৯ টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত কর্মবিরতি পালন করা হয়।
সংগঠনটির সভাপতি মাকসুদুর রহমান খান চৌধুরী সুজার সভপতিত্বে কর্মবিরতিতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জিন্নাতুন আরা রুপালী,
সাধারন সম্পাদক ওয়াজেদুর রহমান, সহ-সাধারন সম্পাদক কাজী সফিউল আজম, ক্রীড়া সম্পাদক শাহাদাতুল করিম বাপ্পী, সদস্য আব্দুল হান্নান, গোলাম মোস্তফা, রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, কালেক্টরেট সহকারিরা বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারি
কমিশনার (ভূমি) অফিসে দায়িত্ব পালন করে থাকেন। দীর্ঘ চাকরি জীবনে তারা পদোন্নতি না পেয়ে হতাশায় ভুগছেগন এবং কর্মস্পৃহা হারিয়ে ফেলছেন।
বক্তারা এ সময় তাদের কর্মস্পৃহা ফিরিয়ে আনতে কালেক্টরেট সহকারিদের প্রশাসনিক কর্মকর্তা ও সহকারি প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতিসহ বেতন গ্রেড উন্নীতকরনের জোর দাবী জানান।
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত দেশব্যাপী এই পূর্ণদিবস কর্মবিরতি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।