বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
নিউজ ডেস্ক:
যশোরের বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা বিশেষায়িত তালা (প্যাডলক) ও রেক্সিন জাতীয় পণ্যের একটি বড় চালান আটক করেছে কাস্টমস। জানা গেছে, এক কোটি দুই লাখ টাকা রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করেছিল আমদানিকারক প্রতিষ্ঠানটি। এ ঘটনায় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, যশোরের শফি আয়রন ট্রেডাস ভারত থেকে পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ আমদানির ঘোষণা দিয়ে ৪৪ হাজার ৬২১ মেট্রিক টন ওজনের প্যাডলক ও রেক্সিন আমদানি করে। বৃহস্পতিবার বিকেলে কৌশলে পণ্য খালাসের সময় চালানটি আটক করেন কাস্টমস কমিশনার আজিজুর রহমান। চালানটি পরীক্ষা করে দেখা গেছে- ঘোষণার অতিরিক্ত ১৮ টন ৯৭২ কেজি পণ্য এসেছে।
বেনাপোল তিনি কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, এ চালানের মাধ্যমে এক কোটি দুই লাখ টাকা রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করেছিল আমদানিকারক প্রতিষ্ঠানটি। এর সঙ্গে সরাসরি জড়িত থাকায় সিঅ্যান্ডএফ এজেন্ট তালুকদার ট্রেডার্সের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে ৭১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, আমদানি করা পণ্যের রাজস্ব এক কোটি দুই লাখ টাকা আদায় করা হয়েছে। কোনো সিঅ্যান্ডএফ এজেন্ট এ ধরনের অবৈধ কাজে জড়িত থাকলে লাইসেন্স বাতিল করা হবে।