তালায় সাংবাদিকের সহযোগিতায় ২০ কেজি ওজনের টিউমার অপসারণ করে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন কুলসুম বেগম
জহর হাসান সাগর :
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খানপুর গ্রামের মোঃ নওশের আলী বিশ্বাসের স্ত্রী কুলসুম বেগম দীর্গদিন যাবৎ পেটের মধ্য প্রায় ২০ কেজি ওজনের টিউমার নিয়ে অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন। চিকিৎসা করানোর মত তেমন সক্ষমতা ছিল না কুলসুমের পরিবারের। ঠিক তখন লোক মারফতে খবর পেয়ে ছুটেযান মানবদরদী সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
তাঁর এই আকুতি শুনে সাংবাদিক এসএম নজরুল ইসলাম,বিজয়টিভি ও জাগো নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এসএম আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নাজমুল হুদা পলাশ এর সহযোগিতায় হতদরিদ্র কুলসুম বেগমের চিকৎসার ব্যবস্থা করার জন্য মানবিক ডাঃ মুহাম্মদ মনোয়ার হোসেন এর সাতক্ষীরা চেম্বারে শরনাপন হন।
ডাঃ মনোয়ার হোসেন ও সার্বিক তত্বাবধানে অপারেশন টিমে সহকারি অধ্যাপক ডা.শহিদুল ইসলাম মুকুল, ডা. শওকত হোসেন, মেডিকেল অফিসার ডা. আব্দুর রব অত্যন্ত আন্তরিকতার সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ অক্টোবর দীর্ঘ ৭ ঘন্টা সফল অপারেশনের মাধ্যমে প্রায় ২০ কেজি ওজনের টিউমার অপসারণ করেন। ১ মাস ৩ দিন চিকিৎসা শেষে শনিবার দুপরে নিজ বাড়িতে ফেরেন কুলসুম বেগম।
কুলসুম বেগমের নাতি ও জাতীয় ছাত্র সমাজের শাহাপুর গ্রাম কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম জানান, আমার নানি কুলসুম বেগম বিগত ১ বছর যাবৎ অসহ্য যন্ত্রনায় ভুগছিলেন। মানবদরদী নেতা সাংবাদিক এসএম নজরুল ইসলাম লোক মারফতে সংবাদ পেয়ে আমার নানির চিকিৎসার ব্যবস্থা সহ চিকিৎসার জন্য সকল প্রকারের ব্যয়ভার গ্রহণ করেন। আমরা সাংবাদিক এসএম নজরুল ইসলামের দীর্ঘ আয়ু কামনা সহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় বিজয়ী লাভ করেন সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করছি।
এবিষয়ে সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন,মানব সেবাই পরম ধর্ম মেনে আমি কুলসুম বেগমের মত অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াঁতে চাই। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে কুলসুম বেগম আজ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আমিতো ওসিলা মাত্র। কুলসুম বেগমের অপারেশন সহ সার্বিক তত্বাবধানে ছিলেন ডাঃ মনোয়ার হোসেন ও ডা: জান্নাতুল ফেরদাউস
Please follow and like us: