ঢাকা-১৮ আসন উপ-নির্বাচন ২০ কেন্দ্রে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী হাবিব
নিউজ ডেস্কঃ
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ২০ কেন্দ্রে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের চেয়ে ৩ হাজার ৬২ ভোটে ভোটে এগিয়ে রয়েছেন।
২০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান পেয়েছেন ৩৭১৯ ভোট। আর বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৬৫৭ ভোট। জাতীয় পার্টির নাসির উদ্দীন সরকার পেয়েছেন ২৭ ভোট।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনী কন্ট্রোলরুম থেকে জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন এসব তথ্য জানান।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে ভোট দেন ভোটাররা।
ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।
আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি। মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন শূন্য হয়।