করোনায় আক্রান্ত হয়ে কোথায় আছেন আজিজুল হাকিম দম্পতি?
বিনোদন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সঙ্গে তাদের পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনা পজিটিভ।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজধানীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নমুনা পরীক্ষায় মঙ্গলবার তাদের করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসে।
হাবিব নাসিম বলেন, তাদের শারীরিক কোনো জটিলতা নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। রক্তের কিছু টেস্ট করিয়েছেন তারা। বৃহস্পতিবার রিপোর্টগুলো পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী করণীয় জানাবেন।
Please follow and like us: