ইঞ্জিনভ্যান চুরির অভিযোগে আলিপুর চেকপোস্ট হতে একজনকে আটক করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
আলিপুর চেকপোস্ট হতে ইঞ্জিনভ্যান চুরির অভিযোগে একজনকে আটকের পর মাথার চুল কেটে ন্যাড়া করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (২৪)।
সে কালিগঞ্জ উপজেলার ভাড়শিমলা ইউনিয়নের ব্রজাপাটুলিয়া গ্রামের খোকার ছেলে। জানা যায়, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের সামছুদ্দিন সরদারের পুত্র মোসলেম আলী নিজের চালিত একটি ইঞ্জিনভ্যান ভাড়া আনার জন্য ভোমরায় যায়।
৭ নভেম্বর (শনিবার) ভোমরা হতে ইঞ্জিনভ্যানটি চুরি করে চালিয়ে নিয়ে যাওয়ার সময় ভ্যান মালিক টের পেয়ে তার পিছনে ধাওয়া করে আলিপুর চেকপোস্ট সংলগ্ন রউফ চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে ধরে ফেলে। ধরার পর চোরকে পুষ্পকাটি গ্রামে নিয়ে আনলে নির্যাতন চালিয়ে তার মাথায় ন্যাড়া করে দেয় স্থানীয়রা। পরে দেবহাটা থানার পুলিশকে অবহিত করলে তারা এসে সাদ্দামকে আটক করে। ঘটনাটি সাতক্ষীরা সদরের মধ্যে হওয়ায় দেবহাটা থানার পুলিশ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসির সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আটক সাদ্দামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।