৪৯তম জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ দুগ্ধ সমবায়ী হিসেবে জাতীয় পুরষ্কার পেলেন তালার দিবস ঘোষ
রঘুনাথ খাঁ:
সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা ঘোষপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারি সমবায় সমিতি লিমিটিড এর সভাপতি দিবস চন্দ্র ঘোষকে এ বছর “দুগ্ধ সমবায়” শ্রেণীতে জাতীয় সমবায় পুরষ্কার দেওয়া হয়েছে। শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে তার হাতে এ পুরষ্কার তুলে দেওয়া হয়।
৪৯তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি স্বপন ভট্টাচার্যের সভাপতিত্বে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রি শেখ হাসিনা। এ সময় মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রি তাজুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসানসহ সরকারি ও বেসরকারি কর্মতারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তালা উপজেলার জেয়ালা গ্রামের বাসিন্দা দিবস চন্দ্র ঘোষ একজন দক্ষ সমবায়ী ও ইতিবাচক মনোভাবাপন্ন মানুষ হিসেবে তিনি সমিতির পুঁজিগঠণের লক্ষ্যে মানুষের দারে দারে প্রতিনিয়ত ঘুরে বেড়িয়েছেন। তালা উপজেলার সমিতিতে তার ব্যক্তিগত শেয়ার ও স য় সর্বাধিক। দেশের জরুরী শিশু খাদ্যের যোগান ও পুষ্ঠি ঘাটতি মেটানোর জন্য তালা উপজেলার জেয়ালা গ্রামে তার উদ্যোগে নয়টি দুগ্ধ উৎপাদনকারি সমবায় সমিতি গড়ে উঠেছে। তার উদ্যোগে সমিতির নিজস্ব অর্থায়নে সমিতির কার্যালয় থেকে জেয়ালা বাজার পর্যন্ত মোট ৫৯০ মিটার রাস্তা তৈরিসহ ওই একটি বড় বায়োগ্যাস প্লান্ট তৈরি করে চমক সৃষ্টি করেছেন। ওই বায়োগ্যাস প্লান্ট থেকে ২০টি বসতবাড়ি ও পাঁচটি খাবারের দোকানে জ্বালানি সরবরাহ তিনি নিশ্চিত করেছেন। তিনি ভারতের গুজরাটের আমুল ডেয়ারী থেকে দুগ্ধ সমবায়ের উপর বিশেষ প্রশিক্ষণ লাভ করেন। তিনি নিজ গ্রামে গরুর খাটাল তৈরির মাধ্যমে ১৪০০ লিটার দুধ উৎপাদনের ব্যবস্থা করেছেন।
এ নিয়ে দিবস চন্দ্র ঘোষ দুগ্ধ সমবায়ী হিসেবে তিনবার জাতীয় পুরষ্কার ও একবার কৃষিতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেয়েছেন।।