শ্যামনগরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত দিবস
আনিসুর রহমানঃ
‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
৭ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে শ্যামনগরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ জহুরুল ইসলাম এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা পল-ী উন্নয়ন অফিসার এস এম এ সোহেল, বীর
মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আলী আশরাফ,আব্দুর রউফ, এসকে অলিউল-াহ,আব্দুস সাত্তার, অষ্টমী
মালো প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমবায়ীর কোন বিকল্প নেই, প্রতিটি সমবায় সমিতির প্রতিনিধিদের সকল উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহন করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার আহবান করেন।
উপজেলার শ্রেণী ভিত্তিক ৬টি শ্রেষ্ঠ সমবায় সমিতি, উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী, করোনা ও আম্ফানে
বিশেষ অবদানের জন্য এফ,ডি,এস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, চন্ডিপুর বহুমূখী সমবায় সমিতি, ডি,এস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিসহ মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অ-সমাপ্ত আত্বজীবনী’ ৫০টি
সমবায় সমিতিতে একটি করে বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।