শহরে ‘সিপাহী-জনতার অভুত্থান দিবসের প্রাসঙ্গিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শহর প্রতিনিধি:
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা, অবৈধ ক্ষমতা দখল ও সংবিধান লঙ্ঘন, ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার, হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি ও উপনিবেশিক রাষ্ট্র কাঠামো অবসানের লক্ষ্যে ৭ নভেম্বর ঐতিহাসিক মহান সিপাহী-জনতার অভুত্থান দিবস উপলক্ষে ‘সিপাহী-জনতার অভুত্থান দিবসের প্রাসঙ্গিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের খুলনা রোড় মোড়ে বঙ্গবন্ধু চত্বরে প্রগতিশীল সাংস্কৃতিক জোটের আয়োজনে এ সেমনিার অনুষ্ঠিত হয়।
প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইদ্রিস আলী। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুনসুর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন জাসদ সাতক্ষীরার সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গাজী শাহাজাহান সিরাজ, জাসদ নেতা আশরাফ কামাল, আব্দুল জব্বার, কবি নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়, প্রাবন্ধিক মনিরুজ্জামান মুন্না প্রমূখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, পৌর বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক আশরাফ সরদার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ^াস, ইদ্রিস সানা প্রমূখ উপস্থিত ছিলেন।