লক্ষ্মী কুন্ডুর প্রয়াণে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
কামরুল হাসানঃ
কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠের মেজো বোন লক্ষ্মী কুন্ডু (৫২) প্রয়াত হয়েছেন। দীপক শেঠ জানান, শুক্রবার রাত ২ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেনে। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কলারোয়ার পাঁচপোতা গ্রামের স্বর্গীয় শ্যামাপদ শেঠের কন্যা। লক্ষ্মী কুন্ডু বৈবাহিক সূত্রে খুলনার দৌলতপুরের পাবলা এলাকার বণিকপাড়ার স্থায়ী বাসিন্দা ছিলেন। শুক্রবার বেলা ১টার দিকে দৌলতপুর মহেশ্বরপাশা মহাশ্মশানে ধর্মীয় আচারানুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াতের দাহ কার্য সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। লক্ষ্মী কুন্ডের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
দৈনিক সাতক্ষীরা /পিএম
Please follow and like us: