চার রাজ্যের ভোট পুনর্গণনা চেয়ে ট্রাম্পের মামলা
আন্তর্জাতিক ডেস্কঃ
চার রাজ্যে ভোট পুনর্গণনা চাইছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটগণনায় ‘দৃশ্যমান অস্বাভাবিকতার’ অভিযোগ এনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা টিমের পক্ষ থেকে ওই চার রাজ্যে ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে।
রাজ্য চারটি হলো- উইসকনসিন, মিশিগান, জর্জিয়া ও পেনসিলভ্যানিয়া। তবে এরমধ্যে উইসকনসিন ও মিশিগানে দুইটি বাইডেন জয় পেয়েছেন। আর জর্জিয়া ও পেনসিলভ্যানিয়াতে সামান্য ভোটের ব্যবধানে ট্রাম্প এগিয়ে আছেন।
বিবিসি’র তথ্যানুসারে, ভোটগণনা শুরুর পর থেকেই উইসকনসিন ও মিশিগানে এগিয়ে ছিলেন ট্রাম্প। এরমধ্যে ৭০% ভোটগণনা পর্যন্ত মিশিগানে এবং ৯০% ভোটগণনা পর্যন্ত উইসকনসিনে এগিয়ে ছিলেন ট্রাম্প। ভোটগণনার শেষের অংশে গিয়ে শেষ পর্যন্ত দুইটি রাজ্যেই জয় ছিনিয়ে নিয়েছেন বাইডেন। আর সেটিই মানতে পারছেন না ট্রাম্প।
এদিকে, ফল ঘোষণা না হওয়া জর্জিয়ার কিছুকিছু অংশে ভোটগণনা বন্ধ রাখার জন্যও মামলা করা হয়েছে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের পক্ষ থেকে। এই রাজ্যে এখন পর্যন্ত ০.৮% ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। ভোটগণনা হয়েছে ৯৮%।
Please follow and like us: