ফের আইসিসি র্যাংকিংয়ে ফিরছেন সাকিব
স্পোর্টস ডেস্ক:
আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত বছরের ২৯ অক্টোবর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিং থেকে মুছে ফেলা হয়। শেষ হয়েছে সাকিবের নিশেধাজ্ঞা। আর তাই ফের তাই আইসিসি র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন সাকিব।
নিষেধাজ্ঞার আগে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব। তিন ফরম্যাটেই অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে থাকার স্বাদ নিয়েছেন সাকিব। দীর্ঘ সময় সব ফরম্যাটেরই শীর্ষ অলরাউন্ডার ছিলেন। বাকি সময়ও কোনো না কোনো ফরম্যাটে শীর্ষেই ছিলেন। নিষেধাজ্ঞার আগেও একদিনের ক্রিকেটে তিনি ছিলেন শীর্ষ অলরাউন্ডার।
আইসিসি যখনই তাদের পরবর্তী হালনাগাদকৃত র্যাংকিং প্রকাশ করবে, তখনই র্যাংকিংয়ে থাকবে সাকিবের নাম।
সাধারণত প্রতিটি সিরিজের পর র্যাংকিং হালনাগাদ করে আইসিসি। পাকিস্তানে স্বাগতিক দলের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। সেই হিসেবে আজ হালনাগাদ হতে পারে আইসিসির ওয়ানডে র্যাংকিং। তাই আজই সাকিব ফিরতে পারেন র্যাংকিং টেবিলে।
সাকিবের অনুপস্থিতিতে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।