প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত প্রায় পৌনে পাঁচ কোটি মানুষ
অনলাইন ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় পৌনে পাঁচ কোটি মানুষ। এ ভাইরাসটিতে এ পর্যন্ত মারা গেছেন ১২ লাখ ১১ হাজার ৪২১ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৪০ লাখ ৩৬ হাজার ১০৭ জন।
মঙ্গলবার সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান প্রকাশকারী ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখনো সংক্রমিত হয়েছেন চার কোটি ৭৩ লাখ ২৭ হাজার ৬২ জন।
ভাইরাসটিতে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত দেশের তালিকায় প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে দুই লাখ ৩৬ হাজার ৯৯৭ জন মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ৬৭ হাজার ৫৪৩ জন। আর সুস্থ হয়েছেন ৬১ লাখ ৭১ হাজার ৪০২ জন।
তালিকায় পরের অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ২৩ হাজার ১৩৯ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৬৭ হাজার ৬২৩ জন। করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৭৬ লাখ ৩ হাজার ১২১ জন।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক লাখ ৬০ হাজার ২৭২ জনের। আর সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৫৪ হাজার ২০৬ জন। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৮০ হাজার ৯৪২ জন।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৪৭৩ জন। আর মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৫৫ হাজার ৩৮ জন। আর সুস্থ হয়েছেন ১৩ লাখ ৩৬ হাজার ৩৩ জন।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানের তালিকার পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ হাজার ৪৩৫ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৬৬ হাজার ৪৩৩ জন। আর সুস্থ হয়েছেন এক লাখ ১৯ হাজার ১০৪ জন।
এরপর ধারাবাহিকভাবে অবস্থানে রয়েছে স্পেন, আর্জেন্টিনা, কলোম্বিয়া, ইউকে, মেক্সিকো, পেরু, দক্ষিণ আফ্রিকা, ইতালি, ইরান, চিলি, জার্মানি, ইরাক।