বেঁচে থাকলে দেখা হবে: শ্রাবন্তী
বিনোদন ডেস্ক:
একসময়ে টেলিভিশনে মডেল ও অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন ইপসিতা শবনম শ্রাবন্তী। ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বেশ প্রশংসিতও হন তিনি। তবে এখন তাকে আর টিভি পর্দায় দেখা যায় না। বর্তমানে শ্রাবন্তী তার সন্তানদের নিয়ে ব্যস্ত। তিনি তার দুই কন্যাকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে।
সম্প্রতি অসুস্থ মায়ের জন্য আমেরিকা থেকে দেশে ফিরেছিলেন এই অভিনেত্রী। তার মা দীর্ঘদিন ধরেই ডায়াবেটিকস ও লিভারের সমস্যায় ভুগছিলেন। গত ২০ অক্টোবর রাতে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা।
আগামী ৩ নভেম্বর সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে সন্তানদের নিয়ে ঢাকা ছাড়বেন বলে জানান শ্রাবন্তী।
শ্রাবন্তী বলেন, এবারের ঢাকা আসাটা একটু ভিন্ন। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের সঙ্গে দেখাও করতে পারিনি। করোনার কারণে এটা সম্ভব হয়নি। ইনশাহ আল্লাহ, নেক্সট ইয়ারে সবকিছু স্বাভাবিক হলে আবার দেশে আসার ইচ্ছা আছে। বেঁচে থাকলে দেখা হবে।
উল্লেখ্য, সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রায় পাঁচ বছর ধরে বাস করছেন শ্রাবন্তী। এই পাঁচ বছরে দুবার বাংলাদেশে এসেছেন শ্রাবন্তী। তার বড় মেয়ে রাবিয়া আলম থার্ড গ্রেডে, ছোট মেয়ে আরিশা আলম কিন্ডারগার্টেনে পড়াশোনা করে।
শ্রাবন্তী অভিনয় দিয়ে জয় করেছিলেন দর্শক হৃদয়। ‘জোছনার ফুল’ ধারাবাহিক নাটকে অভিনয় করে তিনি প্রথম আলোচনায় আসেন। এরপর কাজ করেন অনেক নাটক ও সিনেমাতে।