করোনা রোগীর সংস্পর্শে কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
Post Views:
৪৯৬
আন্তর্জাতিক ডেস্কঃ
করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। রোববার একটি টুইট বার্তায় তিনি নিজেই এমনটি জানিয়েছেন।
টুইট বার্তায় গেব্রেয়াসুস বলেন, আমি ভালো আছি এবং এখন পর্যন্ত কোনো উপসর্গ নেই, কিন্তু আগামী কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনে বাসা থেকে অফিস করবো।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত ৪ কোটি ৬৮ লাখ ৯ হাজার ২৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ১২ লাখ ৫ হাজার ১৯৪ জন।
গত ১১ মার্চ করোনাাভাইরাস সংক্রমণের জেরে কোভিড-১৯ উপসর্গকে মহামারি ঘোষণা করে হু। এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী দেখা গেছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে ব্রাজিল।
সূএ-হিন্দুস্তান টাইমস