সাতক্ষীরায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা
প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দূর কর দুঃশাসন দুরাচার জনতা জেগেছে যে দূর্বার” এই স্লোগানকে সামনে নিয়ে আনন্দঘন পরিবেশে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংগঠনের জেলা সংসদের আয়োজনে সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুরেশ পান্ডের পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুবাস সরকার, জাসদ নেতা শুধাংশু শেখর সরকার, এ্যাডভোকেট শাহানওয়াজ পারভীন মিলি, সহ সভাপতি আবু আফফান (রোজবাবু), আবুল হোসেন, কবি শালেহা আক্তার, নির্বাহী সদস্য এ্যাড সেলিনা আক্তার, কাজী মাসুদুল হক, নাট্য শিল্পী আরিফুজ্জামান আপন, সাকিবুর রহমান বাবলা, কর্ণ বিশ্বাস, শেখ মনিরুল ইসলাম মনির, মোঃআজিজ ফারিয়া আক্তার বিথী প্রমুখ ।