সাতক্ষীরায় পল্লী প্রাণী সেবা কর্মীদের নিয়ে মোবাইল অ্যাপ ভিত্তিক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ
ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায় বৈদেশিক প্রতিষ্ঠান এ সি ডি আই/ভোকা ও এমপাওয়ার সোশল এন্টারপ্রাইজ লিমিটেড এর যৌথ সহযোগিতায় পল্লী প্রাণী সেবা কর্মীদের নিয়ে দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, সাতক্ষীরা এর প্রশিক্ষণ কক্ষে মোবাইল অ্যাপ ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ ৩ জন পল্লী প্রাণিসেবা কর্মী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক প্রোডাকশন ফর ইম্প্রুভড নিউট্রিশন প্রজেক্ট এর উদ্যোগে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের মোবাইল অ্যাপ ভিত্তিক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে এটি একটি সময়োপযোগী প্রশিক্ষণ এর মাধ্যমে পল্লী প্রাণী সেবা কর্মীদের আরো দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা ই-লার্নিং এর মাধ্যমে নিজেদের পেশাকে সমৃদ্ধশালী করতে পারবে। প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার প্রদীপ কুমার মজুমদার, মাঠ পর্যায়ের সমস্যা এবং ই লার্নিং মডিউল নিয়ে কথা বলেন ভেটেরিনারি মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর অধ্যক্ষ ডঃ আব্দুল্লাহ আল মাহমুদ, আরো বক্তব্য রাখেন এসি ডি আই ভোকার মাঠ সমন্বয়কারী ডাক্তার মোহাম্মদ রিদওয়ানুল হক প্রমুখ। প্রশিক্ষণটি পরিচালনা করেন এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজেস লিঃ এর সিনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর শাহীন মাহমুদ , প্রশিক্ষণটির সার্বিক আয়োজনে সহায়তা করেন এসি ডি আই ভোকার ফিল্ড ফেসিলিটেটর জান্নাতুন নেসা।