সাতক্ষীরা সীমান্তে ২ কেজি স্বর্ণসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিনিধি:
ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে দুই কেজি স্বর্ণ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় মোটর সাইকেলসহ একজন স্বর্ণ চোরাচালানকারিকেও আটক করা হয়েছে।
বুধবার কেড়াগাছি সীমান্তে দায়িত্বরত বিজিবির হাবিলদার নুর আলমের নেতৃত্বে একটি টহল দল এই স্বর্ণ আটক ও আসামিকে আটক করে।
গ্রেফতারকৃত চোরাচালানির নাম মো. হাসান আলি(৫০)। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার পাতরা গ্রামের কফিলউদ্দিন বিশ্বাসের ছেলে ।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে দুটি পুটলিতে ১৮ পিস স্বর্ণ নিয়ে যশোর- হ-১৬-৯৬৮১ লাল রঙ এর হিরো মোটর সাইকেলে বহনের সময় রিভার পিলার ১৩/৩ এর কাছে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তা আটক করা হয়। এর ওজন দুই কেজি ১৪৪ গ্রাম। ্এর দাম এক কোটি ২৮ লাখ টাকা।