বকেয়া বেতন চাওয়ায় কর্মীকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক :
বকেয়া বেতন চাওয়ায় এক কর্মীকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছেন এক মদের দোকানের মালিক। সম্প্রতি ভারতের রাজস্থানের আলওয়ারে এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার শিকার ২৩ বছর বয়সী মৃত যুবক কমল আলওয়ারের কুমপুর গ্রামের বাসিন্দা। মদের দোকানটিতে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন তিনি। কিন্তু হঠাত্ করেই তিনি নিখোঁজ হন।
মৃতের পরিবারের অভিযোগ, দোকানটির মালিক সুভাষ চন্দ্র ও রাকেশ যাদব তার বেতন আটকে রেখেছিল। বকেয়া সেই টাকা দাবি করার জেরেই তারা পরিকল্পিতভাবে কমলকে খুন করেছে।
পুলিশের কাছে লিখিত অভিযোগে কমলের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেল ৪টার সময় তাদের বাড়িতে এসেছিলেন সুভাষ ও রাকেশ। কমলকে সঙ্গে নিয়ে তারা বেরিয়ে যান। ওই রাতে কমল আর বাড়িতে ফেরেনি।
পরদিন স্থানীয় কয়েকজন ওই দোকানের পেছনের দিকে আগুন জ্বলতে দেখেন। দোকানের একটি কন্টেইনারে আগুন লেগে যায়। আগুন দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। আগুন নেভানোর পর কন্টেইনারের ভেতরে রাখা ডিপ ফ্রিজ থেকে নিখোঁজ কমলের দেহ উদ্ধার করে পুলিশ।
ভিওয়াদির পুলিশ সুপার রামমূর্তি যোগি জানান, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ওই ব্যক্তি মারা গেছেন নাকি জ্যান্ত পুড়িয়ে মেরে দেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেয়া হয়েছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে। মেডিক্যাল বোর্ড কমল কিশোরের দেহ ময়নাতদন্ত করেছে। যদিও তার রিপোর্ট পুলিশের হাতে আসেনি।
খৈরথল থানার এসএইচও ধরা সিং জানান, মৃতের পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। ওই মদের দোকানের দুই মালিক রাকেশ যাদব ও সুভাষ চন্দ্রের বিরুদ্ধে পরিবারটি অভিযোগ করে। অভিযোগপত্রে তারা উল্লেখ করে, পাঁচ মাস ধরে কমলের বেতন আটকে রেখেছিল দুই মালিক। সেই বেতন চাওয়ার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই কর্মীকে পুড়িয়ে মারা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ ছাড়াও এসসি/এসিটি আইনে পৃথক মামলা দায়ের হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস