কলারোয়ায় আনসার-ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কামরুল হাসানঃ
কলারোয়ায় আনসার-ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপেজলা আনসার ও ভিডিপি অফিসের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘরা দাখিল মাদরাসার হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবির।
উপজেলা ভিডিপি কর্মকর্তা মোমেনা খাতুনের সভাপতিত্বে প্রশিক্ষণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউনিয়ন ভিডিপি দলনেতা মাজেদুর রহমান, নারী দলনেতা রওশনারা খাতুন, প্রশিক্ষক এইসএম এসার আলী। উল্লেখ্য, গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ৬৪ জন ভিডিপি ( নারী-পুরুষ) ওই প্রশিক্ষণে দক্ষতা বৃদ্ধির জন্য অংশ গ্রহণ করেন ।
ভিডিপি অফিস সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর থেকে এ প্রশিক্ষণ কর্মশালা চলছে। ১০দিনব্যাপী চলা এ প্রশিক্ষণ আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব-কর্ত্তব্য ও কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
Please follow and like us: