শাহনেওয়াজ ডালিম চেয়ারম্যানের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :
আশাশুনির খাজরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শরবত হত্যা মামলাসহ একাধিক হত্যা, ধর্ষণ, ডাকাতী ও বোমা বিষ্ফোড়ন মামলার আসামি রাজাকার পুত্র শাহনেওয়াজ ডালিম চেয়ারম্যানের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর বাজারে ডালিম চেয়ারম্যান কতৃক নির্যাতিত পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, অ্যাড. প্রিন্স, নিহত আওয়ামী লীগ নেতা শরবত মোল্লার স্ত্রী শেফালী খাতুন, ছেলে মো. শিমুল হোসেন, নিহতের ছোট ছেলে হত্যা মামলার বাদী মো. সবুজ হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ডালিম চেয়ারমানের পিতা মোজাহার সরদার তালিকাধারী একজন রাজাকার। যার নাম রাজাকারের তালিকায় ১২ নং আছে। ওই রাজাকার পুত্র চেয়ারম্য্যান হওয়ার পরে বিভিন্ন নেতা মন্ত্রীদের পরিচয় দিয়ে খাজরা ইউনিয়নের নিরীহ মানুষদের জিম্মি কওে ঘের দখল লুটপাট, ধর্ষণ, খুন সবকিছু চালিয়ে যাচ্ছিল।
সম্প্রতি ডালিম চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের দেওয়া কয়েক কোটি টাকা আত্মসাতের মামলার স্বাক্ষী আওয়ামী লীগ নেতা শরবত আলীকে প্রকাশ্যে তার স্ত্রী সন্তানদের সামনে কুপিয়ে হতা করে। এমনকি শরবত আলীর স্ত্রী শেফালী খাতুনকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এর আগে ডালিম চেয়ারমান গোপালগঞ্জের টুম্পা নামের একটি মেয়কে ধর্ষণ করে পরে ওই মেয়ের শরীওে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হতা করে। বক্তারা আরও বলেন, ডালিম চেয়ারম্যান উক্ত কর্মকান্ড ছাড়াও একাধিক হত্যা, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি ও বোমাবাজি মামলার আসামি। এরই প্রতিবাদে মানববন্ধনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ডালিম চেয়ারমানের ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী।