আশাশুনিতে রাস্তা মন্দির পরিদর্শন ও মোবাইল কোর্ট
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা প্রকল্পের কাজ ও পূজা মন্দির পরিদর্শন এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গমন করে কার্যক্রম পরিচালনা করেন।
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের আওতায় সড়ক নির্মান কাজ চলছে। কাজের অবস্থা, অগ্রগতি ও সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে প্রকল্প এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় তিনি কাজের গুণগত মান ও সঠিকতা সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান ও সংশ্লিষ্টরা এসময় তার সাথে ছিলেন। কাজ পরিদর্শন শেষে তিনি কাকবাসিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বাজারে আগত ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীদের মাস্ক পরিধান করার উপর গুরুত্ব আরোপ করে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এবং মানুষকে মাস্ক পরা ও সামাজিক দুরত্ব বিষয়ে সচেতন করা হয়। সবশেষে তিনি বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন।