কলারোয়ার বর্বরোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি
কামরুল হাসানঃ
কলারোয়ায় বর্বরোচিত চার হত্যাকাণ্ডে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় ওই তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি।
গ্রেফতারকৃতরা হলেন-কলারোয়া উপজেলার খলসি গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), আবুল কাশেমের ছেলে আব্দুল মালেক (৩৫) ও একই গ্রামের আসাদুল ইসলাম (২৭)। এদের মধ্যে রাজ্জাক ও মালেক নিহত শাহিনুরের প্রতিবেশি এবং আসাদুল ইসলাম নিহত শাহিনুরের হ্যাচারির কর্মচারী বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সিআইডির বিশেষ এসপি আনিচুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভোর রাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য ব্যবসায়ী শাহিনুর রহমান, তাঁর স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। তবে, ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের পাঁচ মাসের শিশু কন্যা মারিয়া সুলতানা।
বর্বরোচিত এ হত্যাকান্ডের ঘটনায় নিহত শাহিনুর রহমানের ভাই রায়হানুল ইসলামসহ এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
Please follow and like us: