সাতক্ষীরায় জাতীয় বধির দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘের উদ্যোগে জাতীয় বধির দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বধির দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল ১৯ অক্টোবর’২০ রবিবার সকাল ১০টায় গোপীনাথপুর বিনেরপোতা সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা বধির কল্যাণ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রবিউল ইসলাম। বক্তব্য দেন মোকলেছুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে সরকারের কাছে বিভিন্ন দাবী তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বধির কল্যাণ সংঘের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক রবিউল ইসলাম বলেন, বধিরদের জীবন যাত্রা মানউন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বধিরদের জাতীয় সম্পদে পরিণত করতে হবে। কোন বধির অবহেলিত জনগোষ্ঠীর অংশ হিসাবে থাকবে না। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের জনগোষ্ঠীর মূল স্রোত ধারায় ফিরে আনতে হবে। তিনি আরো বলেন “বধিরদের মানবাধিকার পুনরুদ্ধার করা” সরকারের নৈতিক দায়িত্ব। বধিরদের সেবা করার যারা দায়িত্ব পেয়েছেন তারা নিশ্চয়ই আল্লাহপাকের একটি রহমত পেয়েছেন। সাতক্ষীরায় বধিরদের সু-শিক্ষার জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।