আজমল স্মৃতি সংসদে “শারদ বেলা”দেয়ালিকা মোড়ক উন্মোচন
কর্ণ বিশ্বাস কেডি : হাতের লেখা সাহিত্যের নন্দনপত্র। সাহিত্য সচেতন তরুণ ও নবীনদের ভালবাসার ফুলকি।আজকের অনলাইন যুগেও দেয়ালিকা প্রকাশ এর ধারা বন্ধ হয়ন। এখনো প্রকাশ হয় ভাষা ও সাহিত্য সচেতন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে।বিশেষ সময় এর বিষয়কে কেন্দ্র করে।বৈশ্বিক মহামারীর কারনে আমরা সবাই এখন গৃহবন্দী। এই বন্দীদশা থেকে মুক্তি পেতে আজমল স্মৃতি সংসদের ছোট্ট শিশুদের প্রথম প্রয়াস এই শারদ বেলা। অনেক ভুলভ্রান্তি রয়ে গিয়েছে। তবুও আজ আমরা বেজায় খুশি।
সাতক্ষীরা আজমল স্মৃতি সংসদ এর আয়োজনে দেয়ালিকা “শারদ বেলা” র উন্মোচন করা হয়। শুক্রবার ১৬ই অক্টোবার সকাল ১০টাই আজমল স্মৃতি সংসদে “শারদ বেলা”র দেয়ালিকা মোড়ক উন্মোচন বিশিষ্ট কবি সাহিত্যিক কিশোরী মোহন সরকার ও কবি শুভ্র আহমেদ।আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই দুই গুণী মানুষকে।আরো উপস্থিত ছিলে বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু ও বিশিষ্টি বাচিক শিল্পী কবি দিলরুবা, পূজা প্রিয়ন্তী,তাসফিয়,আজম,হৃদয়, কর্ণ বিশ্বাস কেডি সহ লিনেট ফাইন আর্টস একাডেমীর ছোট বন্ধুরা।