গণধর্ষণ মামলায় প্রথম মৃত্যুদণ্ডাদেশ পেল ৫ জন
নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসাছাত্রীকে গণধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর এটিই প্রথম মৃত্যুদণ্ডের আদেশ।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন এ রায় দেন। এ সময় প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেন তিনি।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে, সাগর চন্দ্র, সুজন মনি ঋষি, রাজন, সনজিৎ এবং গোপি চন্দ্র শীল। এর মধ্যে সনজিৎ এবং গোপি চন্দ্র শীলকে এরইমধ্যেই গ্রেফতার করা রয়েছে। তবে বাকিরা এখনো পলাতক।
এর আগে মঙ্গলবার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের গেজেট প্রকাশ করে সরকার।
Please follow and like us: