করোনাকে জয় করলেন ৮৫ বছর বয়সী সৌমিত্র চ্যাটার্জি
বিনোদন ডেস্ক :
ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। বেশ কিছুদিন থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন কালজয়ী এই অভিনেতা।
তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পরীক্ষা করানো হয় তার। আর সেই রিপোর্টে রেজাল্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসায়ও সাড়া দিচ্ছেন তিনি।
প্রকাশিত প্রতিবেদনে আরো জানানো হয়েছে, সৌমিত্র চ্যাটার্জির শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। এখন শরীরে তেমন জ্বর নেই। তবে শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝেমধ্যে বাইপ্যাপ সাপোর্টও দিতে হচ্ছে। পাশাপাশি কো-মর্বিডিটি ও বার্ধক্যজনিত কারণে সমস্যা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
করোনা সংকটের কারণে দীর্ঘ দিন টলিউড ফিল্মইন্ডাস্ট্রির শুটিং বন্ধ ছিলো। সতর্কতা মেনে সম্প্রতি শুটিংয়ের অনুমতি মেলে। যথাযথ সুরক্ষা মেনে শুটিংয়ে ফিরেছিলেন সৌমিত্র। নিজেকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের শুটিং করছিলেন। এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হন। গত ৬ অক্টোবর এই শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়।